আইনি ঝামেলায় জড়াল রণবীর-দীপিকার (Ranveer-Deepika) নতুন ছবি '৮৩'। দেশের প্রথম বিশ্বকাপ জয়ের ছবি নিয়ে দুবাইয়ের এক অর্থলগ্নিকারী সংস্থা প্রতারণার অভিযোগ তুলেছে। মুম্বইয়ের আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ছবি নির্মাতাদের বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ছবির প্রযোজনা সংস্থার মধ্যে অন্যতম নাম দীপিকা পাডুকোন (Deepika Padukone)। দীপিকা ছাড়াও এই ছবির প্রযোজনায় আছেন সাজিদ নাদিদাওয়ালা, পরিচালক কবীর খান (Kabir Khan) ও ফ্যান্টম ফিল্মস সহ মোট চার সংস্থা। ফিউচার্স রিসোর্স FZE ছবি নির্মাতাদের বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের ৪০৬, ৪২০ ও ১২০-বি ধারায় আদালতে অভিযোগ তোলা হয়েছে।
২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে '৮৩'। ভিবরি মিডিয়া ও তাদের ডিরেক্টর অভিযোগ করে জানিয়েছেন, ২০১২ সালে ২০২০ সাল পর্যন্ত তাঁদের সঙ্গে ১৫ কোটি ৯০ লাখ টাকার প্রতারণা করা হয়েছে। অভিযোগ, বিজনেস প্ল্যান ও লাভ-ক্ষতি নিয়ে দীর্ঘদিন তাঁদের প্রভাবিত করেছেন ছবি নির্মাতারা।