বছর ঘুরে গেলেও নেভেনি কৃষক আন্দোলনের আঁচ। দমদম পার্কের ভারত চক্রে পুজো প্যান্ডেলে এবারের থিমে উঠে এল কৃষক আন্দোলন। দুর্গাপুজো যে সব সম্প্রদায়ের উৎসব, সেই বার্তাও দিয়েছে এই পুজো কমিটি।
পুজোর প্যান্ডেল সজ্জার জন্য ব্যবহার করা হয়েছে চটি। প্রধান গেটে বসানো হয়েছে ডানাওয়ালা ট্রাক্টর। যেখানে ছোট ছোট কাগজে বার্তা দেওয়া আছে, পূর্ণ হোক কৃষকদের স্বপ্ন।
প্যান্ডেলের চারদিকে ছড়ানো জীর্ণ ছেঁড়া চটি। ভিতরের দেওয়ালে আছে বিরাট পদচিহ্নের মাঝে অসংখ্য মুখ। যা দেশে কৃষক অত্যাচারের বার্তা দিচ্ছে। দেওয়াল জুড়ে আছে থ্রিডি ও ফোরডি পেইন্টিং। উত্তরপ্রদেশের লখিমপুরে সাম্প্রতিক দুর্ঘটনাও উঠে এসেছে এই প্যান্ডেলসজ্জায়।
মণ্ডপের একদম ভিতরে ধানক্ষেতের মধ্যে আছেন দেবী দুর্গা। প্রকৃতিমাতৃকা রূপে এখানে দেখানো হয়েছে দেবীকে। ভারত চক্রের সাধারণ সম্পাদক প্রতীক চৌধুরী জানিয়েছেন, এই প্যান্ডেলের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। দেশ তথা দুনিয়ায় যা ঘটছে, তা নিয়ে সামাজিক বার্তা দেওয়া হয়েছে।