বয়স মেরে কেটে কুড়ি। ছোট থেকেই আঁকার হাত বেশ ভালো। । মন পড়ে থাকত ঠাকুর বানানোয়। সেই থেকেই মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দেবার নেশায় পাগল রোহন। এবার ২১ ইঞ্চির ছোট্ট দুর্গাপ্রতিমা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আর্ট কলেজের ফাস্ট ইয়ারের ছাত্র রোহন সাধুখাঁ। শান্তিপুর থেকে সেই প্রতিমা পাড়ি দিচ্ছে ঝাড়খণ্ড।
বাইট
রোহনের পরিবারে কেউ মৃৎশিল্পী নন। শান্তিপুরের শ্যামচাঁদ রোডের বাসিন্দা । ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী রোহন। প্রবল ইচ্ছাশক্তি ও শিল্পনৈপুণ্য থেকেই তৈরি করছেন দুর্গাপ্রতিমা।
বাইট
শান্তিপুরের বৈষ্ণবপাড়ার ঠাকুরঘর প্রতিষ্ঠানের অমল কুণ্ডু ও প্রীতম খাঁ প্রতিমার সাজ তৈরি করেন। প্রত্যেক বছর তাঁদের কাছে বাইরের রাজ্য থেকে অর্ডার আসে। এবারও এসেছে। তবে কোভিডের প্রকোপে এবছর বায়না অনেকটাই কম। রোহন সাধুখাঁ এই ২১ ইঞ্চির ছোট্ট প্রতিমার সাজ করেছেন এরাই। বড় দুগ্গার চমক দেখেছে কলকাতা। ছোট মায়ের চমক নিয়ে এবার সবার নজর কাড়ছে শান্তিপুরের এই পড়ুয়া