মাত্র কয়েকদিন আগে মা উড়ালপুলকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দাবি করে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল যোগী আদিত্যনাথের (Yogi Adiyanath) সরকার। এবার দুর্গাপুর বিমানবন্দরকে (Durgapur Airport) উত্তরাখণ্ডে দাবি করে ফের বিতর্কে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেই টুইট নিয়ে বিজেপি সরকারকে (BJP Govt) তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস (TMC)।
বিমান মন্ত্রকের ওই টুইটে দেখা যায়, দুর্গাপুর বিমানবন্দরের একটি ছবির নিচে লেখা উত্তরাখণ্ড। নিচে দর্শনীয় স্থানগুলো আছে সব দুর্গাপুরেই। পশ্চিমবঙ্গ নামের বদলে ইচ্ছে করেই উত্তরাখণ্ড বসানো হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। টুইট করে তৃণমূল কংগ্রেস বলে, "আগে মা ফ্লাইওভার, এবার দুর্গাপুর এয়ারপোর্ট। বাংলার উন্নয়ন ও পরিকাঠামোকে নিজেদের বলে তুলে ধরার কোনও অর্থ নেই।"
বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস বলে, আসল উন্নয়ন কীভাবে করতে হয়, তা আপনাদের শিখিয়ে দিতে পারি। গোয়াতেও একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে বিজেপি সরকার। সেটা দুয়ারে সরকার প্রকল্পের নকল বলে দাবি করেছে তৃণমূল।