ISL-এর দলগঠনের মাঝেই ফের আশঙ্কার মেঘ লাল হলুদ (East Bengal) শিবিরে। করোনায় (Covid-19) আক্রান্ত হলেন ইস্টবেঙ্গলে সদ্য সই করা হাইপ্রোফাইল গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। উল্লেখ্য, সম্প্রতি করোনার থাবায় মাতৃবিয়োগ হয়েছে অরিন্দমের।
গত আইএসএলে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেন অরিন্দম। সেরা গোলকিপার হয়ে গোল্ডেন গ্লাভস পান তিনি। সবুজ মেরুন শিবির ছেড়ে সম্প্রতি তিনি যোগ দিয়েছেন লাল হলুদে।
তবে মোটের উপর সুস্থই আছেন অরিন্দম। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। আপাতত আইসোলেশনে আছেন তিনি।