কোভিড বিধি মেনে পঠনপাঠন চালানোর জন্য প্রয়োজনে স্কুলের সময় সকাল ও দুপুর দু’ভাগে ভাগ করা যেতে পারে। স্কুল শুরু হওয়ার আগে করোনা নিয়ে পড়ুয়াদের সচেতন করতে ১০ মিনিট সময় বরাদ্দ রাখতে হবে। পারস্পরিক দূরত্ব রক্ষার জন্য প্রতি বেঞ্চে দু’জনের বদলে এক জন পড়ুয়া বসানোই বাঞ্ছনীয়।
১৬ নভেম্বর স্কুল খুললে কী কী স্বাস্থ্যবিধি মানতে হবে, বৃহস্পতিবার সেই সংক্রান্ত নির্দেশিকায় এ কথা জানিয়েছে শিক্ষা দফতর।
ফেব্রুয়ারিতে উঁচু শ্রেণির জন্য স্কুল খোলার সময় যে-নির্দেশিকা জারি করা হয়েছিল, তার সঙ্গে এ বারের নির্দেশিকার অনেকটাই মিল আছে বলে প্রধান শিক্ষকেরা জানান। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার ক্ষেত্রে নিয়মবিধি কী হবে, তারও নির্দেশিকা এ দিন জারি করা হয়েছে। শিক্ষা দফতর বলেছে, ‘অ্যাকাডেমিক গাইডলাইন’ বা পঠনপাঠন সংক্রান্ত নির্দেশিকা পরে প্রকাশিত হবে।
শিক্ষা প্রতিষ্ঠান ১৬ নভেম্বর খোলার সিদ্ধান্ত ঘোষণার সময় স্কুলে আপাতত নবম-দ্বাদশের পড়ুয়াদের হাজিরার কথা বললেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে সব ছাত্রছাত্রী একসঙ্গে আসবেন কি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে কিছু জানাননি। খোলার পরে কী ভাবে কলেজ-বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে, উচ্চশিক্ষা দফতর সেই বিষয়ে এ দিন নির্দেশ দিয়েছে ঠিকই। কিন্তু তাতেও এর কোনও উল্লেখ নেই। শিক্ষা শিবিরের একাংশের বক্তব্য, এর অর্থ, উচ্চশিক্ষা স্তরে সব পড়ুয়াকেই ক্যাম্পাসে আসতে বলা হচ্ছে।