হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে ধানক্ষেত। মহাজনের ঋণ নিয়ে চাষ করে ব্যাপক আর্থিক সংকটে কৃষকরা। হাতির তাণ্ডবে বাঁকুড়ার পাত্রসায়র রেঞ্জে আতঙ্কিত গ্রামবাসীরা। কৃষকদের অভিযোগ, ৬৫টি হাতির দল ধানক্ষেতে হানা দিয়ে ফসল নষ্ট করছে। বনদপ্তর হাতির পালকে সরানোর ব্যবস্থা করছে না বলেও অভিযোগ চাষীদের।
সোনামুখী রেঞ্জ ও পাত্রসায়র রেঞ্জের মাঝে এই হাতির পাল বেরিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, দুই রেঞ্জ থেকেই হাতির পালকে অন্যদিকে সরানো হচ্ছে। তার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। সন্ধে নামলেও গৃহবন্দী থাকতে হচ্ছে গ্রামবাসীদের। বহু গ্রাম আছে, যাদের জঙ্গলের মধ্যে দিয়েই পাত্রসায়ের ও বিষ্ণুপুর শহরে আসার দরকার পড়ে। তাঁরাও নিত্যপ্রয়োজনীয় কাজে আসতে পারছেন না শহরে।
গত ২৪ অক্টোবর বাঁকুড়া ও বিষ্ণুপুরে হাতির তাণ্ডব নিয়ে বৈঠক করেন প্রধান বন সংরক্ষক অফিসার দেবল রায়। সেই বৈঠকে বলা হয়, নির্দিষ্ট এলাকায় বেশিদিন হাতির দল যাতে না থাকে, তার দিকে নজর রাখবে বনদপ্তর। যে সব এলাকায় ক্ষতি হচ্ছে, তাঁদের ক্ষতিপূরণও দেওয়ার ব্যবস্থা করবে বনদপ্তর। গত আট মাসে এখনও পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ বাকি রয়েছে, সেগুলোও দ্রুততার সঙ্গে মেটানো হবে।