তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের (JDU) প্রাক্তন সাংসদ পবন ভার্মা (Pawan Verma)। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Neetish Kumar) উপদেষ্টা ছিলেন তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিল্লির বাসভবনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে আসেন জেডিইউর প্রাক্তন সাংসদ। সেখানেই তৃণমূলের যোগ দেন তিনি।
মঙ্গলবার নয়াদিল্লিতে পরপর বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দুপুর দুটোর সঙ্গে তৃণমূল নেত্রী বৈঠক করেন সুধীন্দ্র কুলকার্নি (Sudhindra Kulkarni)ও জাভেদ আখতারের (Javed Akhtar) সঙ্গে। এরপরই মমতার সঙ্গে দেখা করতে যান পবন ভার্মা। তাঁকে তৃণমূলের উত্তরীয় পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: দিল্লিতে জাভেদ আখতার ও সুধীন্দ্র কুলকার্নির সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিকেল পাঁচটার সময় কংগ্রেসের প্রাক্তন নেতা কীর্তি আজাদের (Kirti Azam) সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে।