একদিকে বিলিতি মদের দাম কমানো এবং অন্যদিকে নতুন মোড়কে বাংলা মদ(Country Liquor)। এই দুই অস্ত্রে শান দিয়ে রাজ্য সরকারের আবগারি দফতর(West Bengal Excise Department) আয় বাড়াতে পদক্ষেপ নিল। চোলাই মদের একচেটিয়া কারবার রুখতে এবার আরও সস্তায় নতুন ব্র্যান্ডের দেশি মদ আনা হয়েছে।
এবার থেকে মোট ৪৯টি ব্যান্ডের বাংলা মদ(Country Liquor) পাওয়া যাবে। এদের মধ্যে সবচেয়ে সস্তার বাংলা মদ 'গ্যালাক্সি জোশ'(Galaxy Josh) মিলবে ২৩ টাকায়। তবে এই ব্র্যান্ডের নতুন বাংলা মদের দাম রাখা হয়েছে ২৩ থেকে ৩০ টাকার মধ্যেই।
আরও পড়ুন- New Liquor Price in bengal: সুরাপ্রেমীদের জন্য সুখবর, মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে দাম কমল বিলিতি মদের
চোলাই মদের রমরমা রুখতে দাম নিয়ন্ত্রণ জরুরি বুঝে আবগারি দফতর(Excise Department) এই সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে শুরু হয় স্বাদ-গন্ধ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। ইতিমধ্যেই মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ 'মহুল' আনা হবে বলে জানিয়েছে আবগারি দফতর। এবার মদ্যপায়ীদের কথা ভেবে মোট ৪৯টি সস্তা ব্র্যান্ডের বাংলা মদের(Country Liquor) অনুমোদন দিল রাজ্য সরকার।