কন্যাসন্তানের (Girl child) জন্ম দেওয়ায় গৃহবধূকে একটি বেসরকারি হাসপাতালে ফেলে রেখে চম্পট স্বামীর। ঘটনাটি ঘটেছে মালদার এক বেসরকারি হাসপাতালে। অবশেষে ২২ দিন পর মালদা (Maldah) জেলা পুলিশের তৎপরতায় বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের উদ্যোগে তাদের নিয়ে যাওয়া হল হোমে।
জানা গিয়েছে ওই গৃহবধূর নাম পূজা মার্ডি (২১)। স্বামীর নাম সুরাজ বেসরা। পেশায় শ্রমিক। বাড়ি বালুরঘাটের (Balurghat) মঙ্গলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে বিয়ে হয় তাঁদের। গত ১২ নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে মালদার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওই যুবতী। এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
Bengal Weather Update: ঘূর্ণিঝড়ের দিক বদল, ভারী বৃষ্টির হাত থেকে নিস্তার নেই বাংলার
এরপর গত ২২ দিন ধরে পরিবারের কোনও সদস্য তাঁর সঙ্গে দেখা করতে আসেননি। এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, পরিবার পুত্র সন্তান চেয়েছিল। কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণেই তাঁকে এই বেসরকারি হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছেন সকলে। ঘটনা শুনে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ২২ দিন ধরে তাঁর চিকিৎসা করে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাঁকে মালদার হোমে রাখার ব্যবস্থা করেছে।