আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ভারত বনাম পাকিস্তানের মহাযুদ্ধের আগে উত্তেজনায় কাঁপছে দুবাই। ইতিমধ্যেই স্টেডিয়ামের সামনে চলে এসেছেন হাজার হাজার সমর্থক। পতাকা, বাঁশি,বাদ্যযন্ত্র নিয়ে উৎসব শুরু করেছেন তাঁরা।
টানা তিন বছর পর মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। ভারতীয় সময় সাড়ে সাতটায় খেলা শুরু হবে। তার আগে দুবাইয়ের দখল নিয়েছে ভারতীয় সমর্থকদের দল ভারত আর্মি। জাতীয় পতাকা নিয়ে উৎসবে শামিল পাকিস্তানিরাও।
T20 World Cup: ভারত-পাক দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ, জয় চেয়ে যজ্ঞ শহরে
বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড ভারতের। এবারও বিরাট কোহলিরা সেই ধারা বজায় রাখতে পারবেন কিনা সেটাই দেখার।