আইপিএলে (IPL) ভালো খেলেও T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) সুযোগ না পেয়ে মানসিক আঘাত পেয়েছেন। এমনটাই জানালেন ভারতীয় বোলার যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। দুবাইয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে ভালো পারফরম্যান্স করেন তিনি। তবু বিশ্বকাপের টিমে সুযোগ পাননি চাহাল।
টাইমস অফ ইন্ডিয়ায় দেওয়া একটি সাক্ষাৎকারে চাহাল বলেন, "গত চার বছরে আমি একবারও বাদ পড়িনি। কিন্তু এরকম বড় টুর্নামেন্টের আগে বাদ পড়তে হল।" এই ঘটনায় ২-৩ দিন নিজের মধ্যে গুটিয়ে ছিলেন চাহাল। কীভাবে বল করবেন, তা নিয়ে মনে সংশয় তৈরি হচ্ছিল। চাহাল জানান, নিজের ভাবনা বদলানোর পর সংশয়গুলো কেটে যায়।
গত চার বছর টিমের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন যুজভেন্দ্র চাহাল। বিশ্বকাপে তাঁর বাদ পড়ায় অবাক হন ক্রিকেট বিশেষজ্ঞরাও।