অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ইতিহাস তৈরি করেছিলেন ভবানী দেবী। তিনিই প্রথম ভারতীয়, যিনি অলিম্পিক্স ফেন্সিংয়ে প্রতিনিধিত্ব করলেন । প্রথম রাউন্ডে জিতে আশাও তৈরি করেছিলেন। তবে পরের রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে ছিটকে গেলেন ভবানী।
সোমবার সকালে শুরুটাও দুর্দান্তভাবে করেছিলেন ভারতীয় তারকা। ফেন্সিংয়ের মহিলাদের সাবার রাউন্ড অফ সিক্সটি ফোরে তিউনিশিয়ার নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন ভবানী দেবী।
দ্বিতীয় রাউন্ডেও চেন্নাইয়ের ভবানীকে ঘিরে স্বপ্ন তৈরি হয়েছিল দেশের। যদিও প্রতিপক্ষ ছিলেন ভীষণ কঠিন। বিশ্বের তিন নম্বর। ফ্রান্সের মানঁ ব্রুনের কাছে হেরে ফেন্সিং থেকে ছিটকে গেলেন ভবানী দেবী। প্রতিযোগিতায় চতুর্থ বাছাই মানঁ। রাউন্ড অফ ৩২-তে তাঁর কাছে ১৫-৭ ব্যবধানে হেরে গেলেন ভবানী।