জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে উপনীত হল তৃণমূল-বিজেপি (TMC-BJP)। আহত হলেন একজন মহিলা সহ মোট ৭ জন। এই তীব্র সংঘর্ষে (TMC-BJP clash) মাথা ফাটল বুথ সভাপতির। ঘটনাটি শুক্রবার ঘটে আমডাঙার ইন্দ্রপূর গ্রামে।
আহতরা সকলেই আমডাঙা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অভিযোগ, শুক্রবার বিকালে বেড়াবেরিয়া পঞ্চায়েত এলাকার ইন্দ্রপুর গ্রামে জমি নিয়ে গণ্ডগোল হয়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশ।
দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের কথা অস্বীকার করেছে।