বিশ্বকাপের বাছাই পর্বে নামার আগে ফিফা ক্রমতালিকায় ১০৫ নম্বরেই থাকল ভারতীয় পুরুষ ফুটবল দল। ফিফা ক্রমতালিকায় এশিয়ার দলগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাপান। তারা রয়েছে ২৮ নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইরান, তাদের ক্রমতালিকা ৩১। এশিয়া থেকে ভারত রয়েছে ঊনিশ নম্বরে। ফিফা ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখল বেলজিয়াম, দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। তারপর ব্রাজিল, ইংল্যান্ড,পর্তুগাল। ৬ নম্বরে রয়েছে স্পেন। ৮ নম্বরে লিওনেল মেসির আর্জেন্তিনা। প্রথম দশে নেই জার্মানি। ১২ নম্বরে রয়েছে তারা।
তবে মেয়েদের ফুটবলে চার ধাপ নেমেছে ভারত। ৫৭ নম্বরে রয়েছে ভারতীয় মহিলা ফুটবল দল। শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানি রয়েছে দুই নম্বরে, তিনে রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স এবং সুইডেন রয়েছে চার ও পাঁচ নম্বরে।