কলকাতা পুরসভা নির্বাচনে প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত ২৫ বছর যাবত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এবারও ওই ওয়ার্ডেই লড়ছেন পুরসভার বিদায়ী মেয়র। ফিরহাদের রবিবাসরীয় প্রচারের সঙ্গী ছিলেন তাঁর মেয়ে।
চেতলার ওই অঞ্চলে তৃণমূলের শক্ত সংগঠন। বস্তি এবং ফ্ল্যাট- দু'ধরনের জনবসতিতেও যান ফিরহাদ। প্রচারের ফাঁকে একাধিক ছোট ছোট বৈঠক করেন তিনি। রাস্তার ধারে চায়ের দোকানে বসেও জনসংযোগ করতে দেখা গিয়েছে তাঁকে।
প্রথমে জল্পনা ছিল, হেভিওয়েট ফিরহাদকে এবার টিকিট দেবে না তৃণমূল (TMC)। কিন্তু শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভরসা রাখলেন পরিচিত মুখেই।