রাজ্যে (West Bengal) প্রথম খোঁজ মিলল ওমিক্রন (Omicron) আক্রান্তের। জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) বেনিয়াগ্রামের সাত বছরের এক বালক এই ভাইরাসে আক্রান্ত। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সে মালদহের (Maldah) কালিয়াচক (Kaliachwak) এলাকায় এখন তার মামার বাড়িতে রয়েছে। বুধবার সকালেই ওই বালকের ওমিক্রণ পরীক্ষার রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন তেলঙ্গানার (Telengana) জনস্বাস্থ্য দফতরের ডিরেক্টর শ্রীনিবাস রাও। রিপোর্ট হাতে পেয়ে সঙ্গে সঙ্গেই এ রাজ্যকে সতর্ক করেন বলেই জানান তিনি। সম্প্রতি আবু ধাবি থেকে ভারতে আসে এই বালক। আবু ধাবি থেকে প্রথমে সে হায়দরাবাদে (Hyderabad) আসে। সেখানে তার জিন পরীক্ষা করা হয়। শ্রীনিবাস জানান, ‘‘ওই বালকের পরিবার আবু ধাবি থেকে এসেছিল। প্রোটোকল মেনেই আবু ধাবি থেকে আসা এমিরেটসের ওই বিমানের যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয়। সঙ্গে সঙ্গে তা পাঠানো হয় সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডায়গোনস্টিক (সিডিএফডি)-তে। আজ সকালেই রিপোর্ট এসেছে। আর তাতেই জানা যায় ওই বালক ওমিক্রন আক্রান্ত। তিনি আরও বলেন, ‘‘আমরা সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে জানাই। তাদের সতর্ক করি।’’
তেলঙ্গানা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পরই শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়। মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সন্দীপ সান্যাল জানিয়েছেন, আবু ধাবি থেকে বিমানে করে হায়দরাবাদে আসে ওই বালক। তারপর কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে ফারাক্কা থানার বেনিয়াগ্রামে এসে উপস্থিত হয়।
আরও পড়ুন: নতুন করে ওমিক্রনে আক্রান্ত ১১, ভারতে মোট আক্রান্ত ৪৯
বর্তমানে ওমিক্রনে আক্রান্ত এই বালক মালদহের কালিয়াচক থানা এলাকায় রয়েছে। স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মুর্শিদাবাদের বেনিয়াগ্রাম এলাকাকে কনটেন্টমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।