রাজপুর-সোনারপুর পৌর এলাকায় কার্যত লকডাউনের প্রথমদিনেই ধরা পড়ল রাস্তাঘাটের শুনশান ছবি। গড়িয়া সন্ধ্যাবাজার ও কিষাণ বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। এর পাশাপাশি দফায় দফায় চলছে পুলিশি নজরদারি। তবে এখনও দেখা যাচ্ছে সেই এক অসতর্কতার ছবি। বৃহস্পতিবারও মাস্ক পরে বের না হওয়ায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
রাজ্যে ক্রমশ বেড়ে চলা করোনা সংক্রমণের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই জেলায় জেলায় সতর্ক রয়েছেন প্রশাসনের আধিকারিকরা।