সুখবর সুরাপ্রেমীদের। মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে দাম কমল বিলিতি মদের (Liquor)। গত শুক্রবার রাজ্য এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। মঙ্গলবার থেকে সেই নির্দেশিকা কার্যকর হল। রাম, হুইস্কি, বিয়ার, সব ধরনের মদের নতুন দামের (New Price) তালিকা প্রকাশ করা হয়েছে।
পুজোয় রেকর্ড অঙ্কে মদ বিক্রিতে মুনাফা বেড়েছিল রাজ্যের। তারপরই আবগারি শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। তাতেই সস্তা হল বিলিতি মদ। আবগারি শুল্ক কমানোয় MRP থেকে ২৫ শতাংশ কমল বিলিতি মদের দাম। রাজ্যের অর্থ দফতর জানিয়েছে, এই ছাড়ের ফলে কোনও মদের এমআরপি ২০০০ টাকা হলে সর্বোচ্চ ৪৫০ টাকা পর্যন্ত দাম কমতে পারে।
১৬ নভেম্বর থেকে রাজ্যে কমবে বিলাতি মদের দাম, বিজ্ঞপ্তি জারির পর বন্ধ রাজ্যের পোর্টাল
ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনের ওয়েবসাইটে মদের নতুন দাম ধার্য হওয়ার পরই ডিলাররা সেই দাম দোকানে ধার্য করতে পারেন। বিজ্ঞপ্তি জারি করার পর ডিলারদের মদ সরবরাহ বন্ধ করে দিয়েছিল রাজ্য। জানানো হয়েছিল, নতুন দাম ঘোষণার পরই মদ তুলতে পারবেন ডিলাররা।