গোয়ার কংগ্রেস (Goa Congress) শিবিরেও কি ভাঙন ধরাচ্ছে তৃণমূল! সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) যোগ দিতে চলেছেন তৃণমূলে (AITC)। সোমবার একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি। সেখানেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা জানাতে পারেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
বাংলা জিতে ত্রিপুরা ও অসমে নিজেদের খুঁটি মজবুত করেছে তৃণমূল। এবার গোয়াতে ফালেইরোর মতো নেতা তৃণমূলে যোগ দিলে সংগঠন মজবুত হবে। মনে করা হচ্ছে, ফালেইরোকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রবিবার ভবানীপুরের সভায় ফালেইরোকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। গোয়ায় কংগ্রেস এই প্রসঙ্গে জানিয়েছে, দলের পক্ষ থেকে কোনও সাংবাদিক বৈঠক ডাকা হয়নি। তাই ফালেইরোর সাংবাদিক বৈঠক নিয়ে জল্পনা বেড়েছে।
সম্প্রতি গোয়া যান তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান ও প্রসূণ বন্দ্যোপাধ্যায়। সামনেই বিধানসভা নির্বাচন। সেই সফরেই কি প্রস্তাব দেওয়া হয়েছিল ফালেইরোকে। প্রশান্ত কিশোরও গোয়ায় ফিল্ড ওয়ার্কের কাজ শুরু করেছেন। লুইজিনহো ফালেইরো মতো বর্ষীয়ান নেতা তৃণমূলে যোগ দিলে গোয়ায় অনেকটাই এগিয়ে থাকবে তৃণমূল।