Ganesh Chaturthi :সুযোগ সামনে এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে? জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? কিম্বা চরম পারিবারিক অশান্তি?
তাহলে অবশ্যই এবার গণেশ পুজো করুন বাড়িতে।এ বছর ১০ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। ১১ দিনের এই উৎসব ২১ সেপ্টেম্বর শেষ হবে।এটা বিশ্বাস করা হয় যে, যথাযথভাবে ভগবান গণেশের পুজো করলে সব সমস্যার সমাধান হয়ে যায়।
তবে সিদ্ধি বিনায়ককে সন্তুষ্ট করতে হলে অবশ্যই তার কিছু নিয়ম আছে। গণেশের মূর্তি, জলের পাত্র, 'পঞ্চামৃত', লাল কাপড়, 'রোলি', , এলাচ, নারকেল, 'সুপারি', ' ঘি কপূর', চৌকি এবং গঙ্গাজল, গনেশ পুজোয় এগুলি নিতেই হবে।
এবছর 'চতুর্থী তিথি' ১০ সেপ্টেম্বর বেলা ১২টা ১৭ মিনিটে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে। এই দিনে ভক্তদের তাড়াতাড়ি উঠে স্নান এবং তার পর বাড়ির মন্দির পরিষ্কার করা উচিত। এর পর ভগবান গণেশকে 'দূর্ব ঘাস', 'লাডু' এবং 'মোদক' দেওয়া হয়। ভগবান গণেশের পুজো আরতি দিয়ে সম্পন্ন হয়।