এবার গোয়ার(Goa) রাজনীতিতেও এসে পড়ল 'দুয়ারে সরকার'। বাংলার 'দুয়ারে সরকার'-এর(Duare Sarkar) ধাঁচে গোয়াতে বিজেপি সরকার চালু করল 'সরকার তুমচ্যা দারি' প্রকল্প অর্থাৎ আপনার বাড়ির দরজায় সরকার। শনিবার গোয়ার মুখ্যমন্ত্রী(Goa CM) প্রমোদ সাওয়ান্ত ট্যুইটারে এই প্রকল্পের ঘোষণা করেন। রবিবার সকাল ১০টায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ইতিমধ্যেই গোয়ার রাজনীতিতে পা রেখেছে তৃণমূল কংগ্রেস(TMC)। বিভিন্ন জায়গায় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। আর তারপরেই তৎপর হয়ে উঠেছে বিজেপি শিবির(BJP)।
BJP West Bengal : বিধানসভার 'ধাক্কা' থেকে শিক্ষা, পুরভোটে দলীয় কর্মীদেরই টিকিট দেবে বিজেপি
তৃণমূলের(TMC) দাবি, এই 'সরকার তুমচ্যা দারি' প্রকল্প আসলে তাঁদের দুয়ারে সরকারের নকল। তৃণমূলের তরফে গোয়াবাসীর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল বলেছে, যদি এই প্রকল্পকে বাছতেই হয়; তাহলে নকল নয়, আসল প্রকল্প বেছে নিন।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার প্রকল্প চালু করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল(TMC)। তবে কি বিজেপি(Goa BJP) এবার গোয়ায় তৃণমূলের এই ফর্মুলা মেনে ভোট বৈতরণী পার হতে চাইছে? এবার সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।