করোনা পরিস্থিতি মোকাবিলায় কেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য। মঙ্গলবার কলকাতা ও কলকাতা সংলগ্ন বিভিন্ন সরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব ও রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকারি হাসপাতালগুলিতে মোট শয্যার পঁচিশ শতাংশ সংরক্ষিত থাকবে করোনা আক্রান্তদের জন্য। নন কোভিড বেড কমিয়ে কোভিড বেড বাড়ানো হবে। শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল, বাঙুর ইনস্টিটিউট,উত্তীর্ণতে কম্পোজিট কোভিড চিকিতসার ব্যবস্থা করা হবে।শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ২২০ বেডের কোভিড ওয়ার্ড খোলার সিদ্ধান্ত হয়েছে।,পার্কিং লটেও কোভিড চিকিতসা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।