করোনায় মৃতদের ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য সরকারকে ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, কী ভাবে তা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে, আগামী দেড় মাসের মধ্যেই তার রূপরেখা তৈরি করে ফেলতে হবে কেন্দ্রকে।
ক্ষতিপূরণ তৈরির রূপরেখা তৈরির দায়িত্ব জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা এনডিএমএ-কে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোভিডে মৃতদের পরিবারগুলির ন্যূনতম ক্ষতিপূরণ প্রাপ্য। ঠিক কত টাকা পরিবারগুলির জন্য যথেষ্ট, তা এনডিএমএ-কেই করে ঠিক করতে হবে। সেই মতো নির্দেশিকা প্রকাশ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।