করোনায় অক্সিজেন সঙ্কট মোকাবিলায় বিশেষজ্ঞদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ওষুধ ও অক্সিজেনের যোগান কতটা স্বাভাবিক করে তোলা যায় তা নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে। কোভিড মোকাবিলায় লোকবল বা মানব সম্পদকে কতটা সঠিকভাবে ব্যবহার করা যায় তানিয়েও আলোচনা হয় বৈঠকে।এমবিবিএস ডাক্তার থেকে, ফাইনাল ইয়ার এমবিবিএস শিক্ষার্থী ও নার্সিংয়ের শিক্ষার্থীদেরও কীভাবে অতিমারির মোকাবিলায় নিযুক্ত করা যায় সেবিষয়েও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এনিয়ে সোমবারই একটি বিস্তারিত নির্দেশিকা দিতে পারে কেন্দ্র।