এক কোটি জাইকোভ-ডি (ZyCoV-D) করোনা টিকার বরাত দিল কেন্দ্রীয় সরকার। আমেদাবাদের সংস্থা জাইডাস ক্যাডিলার কাছ থেকে তিন ডোজের এই টিকা নেওয়া হবে। রবিবার একথা জানা যায়।
জাতীয় ভ্যাকসিন কর্মসূচিতে বিশ্বের প্রথম ডিএনএ-নির্ভর ভ্যাকসিন নিয়ে আসার পথে এগোচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রাথমিকভাবে এটা প্রাপ্তবয়স্কদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।
প্রসঙ্গত, ভারতে ১২ বছর ও তার বেশি বয়স্কদের ভ্যাকিসন দেওয়ার জন্য ড্রাগ রেগুলেটরের প্রথম অনুমোদন পেয়েছে জাইকোভ-ডি । সূত্রের খবর, কেন্দ্র ইতিমধ্যেই ৩৫৮ কোটি টাকার জাইকোভ-ডি ভ্যাকসিনের বরাত দিয়েছে।