সার্বিয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ (Chess Championship) জিতে বৃহস্পতিবার কলকাতায় ফিরলেন গ্র্যান্ডমাস্টার (Grandmaster) মিত্রাভ গুহ (Mitrava Guha)। কলকাতা বিমানবন্দরে তাঁকে ফুল মালা দিয়ে সংবর্ধনা জানান গুণমুগ্ধরা। শনিবার সার্বিয়াতে (Serbia) তাঁর সাফল্যের পর টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে ফিরে বাবা-মাকে ধন্যবাদ জানালেন তিনি।
দাবায় গ্র্যান্ডমাস্টার হতে গেলে তিনটি জিএম নর্ম (GM Norm) জিততে হয়। এর আগে দুটি জিএম নর্ম পেয়েছিলেন মিত্রাভ। জাতীয় সিনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপে জেতেন তিনি। এরপর বাংলাদেশে শেখ রাসেল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন মিত্রাভ। সার্বিয়াতে এটি তৃতীয় সাফল্য তাঁর।
বাংলার গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমির ছাত্র মিত্রাভ।