কলেজ হস্টেলে ফের এক ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু । মঙ্গলবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে এক চিকিৎসক ছাত্রীর(Student) ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ । মৃত ছাত্রীর নাম মিনি ঘোষ(২৮) । পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ।
জানা গিয়েছে, রাতে সহপাঠীরা তাঁকে বারবার ডাকলেও তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না । পরে হোস্টেলের ঘরেই মিনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁরা । এরপরই কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।
MAA flyover suicide: সরকারি স্টিকার সাঁটা গাড়ি রেখে মা উড়ালপুল থেকে মরণ-ঝাঁপ
ছাত্রীর বাড়ি মুর্শিদাবাদ বলে জানা গিয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি । প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।