১১ই অক্টোবর। ক্যালেন্ডারে লাল কালি নেই ঠিক-ই, আপামর ভারতবাসীর মনে দিনটা গেঁথে গেছে পাকাপাকি। আজ অমিতাভ বচ্চনের জন্মদিন। ৭৯ পূর্ণ করে আশিতে পা রাখলেন বিগ বি। তিনি সাক্ষাৎ এক লিভিং লিজেন্ড। বলা যায় তিনিই ইন্ডাস্ট্রি। তাঁর সম্পর্কে নতুন করে কিছু বলতে যাওয়া, তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কথা বলতে যাওয়া মানে ধৃষ্টতা। তাঁর চেয়ে বরং শাহেনশার জন্মদিনে, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে না জানা, বা অল্প জানা কিছু গল্প।
অমিতাভের প্রথমে নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব। বাবা হরিবংশ রাই বচ্চন পরে নাম পালটে দেন অমিতাভ।
প্রথম ছবির জন্য অমিতাভ পারিশ্রমিক পেয়েছিলেন ১০০০ টাকা
বলিউডের অন্যান্য তারকাদের চেয়ে অনেক বেশি ডাবল রোলে অভিনয় করেছেন অমিতাভ। ১৯৮৩ তে মুক্তি পাওয়া 'মহান' ছবিতে ট্রিপল রোলেও অভিনয় করেছিলেন তিনি।
শেখর কাপুরের আইকনিক ছবি মিস্টার ইন্ডিয়াতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অমিতাভ।
লন্ডনের মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে যে এশিয়ান অভিনেতার মডেল প্রথম রাখা হয়, তিনি আর কেউ নন, স্বয়ং অমিতাভ।
'বিজয়' নামের চরিত্রে বিগ বি অভিনয় করেছেন প্রায় ২০ টিরও বেশি ছবিতে।
বিগ-বির বাড়ি জলসা আসলে পরিচালক রমেশ সিপ্পির উপহার। সত্তে পে সত্তায় অমিতাভের অভিনয়ের পারিশ্রমিক ওটি।
বাংলায় জাকে বলে সব্যসাচী, অর্থাৎ দু হাত যার সমানে চলে, অমিতাভ তেমনই এক মানুষ।
সিনেমার জগতে আসার আগে দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে রেডিও প্রেসেন্টার হতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু অল ইন্ডিয়া রেডিও তাঁকে ফিরিয়ে দেয়।
১৯৬৯ থেকে ১৯৭৩ পর্যন্ত টানা ১২ টা ছবি ফ্লপ হয়েছিল অমিতাভের। তারপর আসে প্রথম হিট জঞ্জির।