টেস্ট টিম থেকেও বাদ পড়লেন ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কাওর। বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ায় গোলাপী বলে দিনরাতের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন মিতালী রাজ। চোটের জন্য ওয়ান ডে সিরিজ থেকেও আঙুলে চোট পেয়ে বাদ পড়েছিলেন হরমনপ্রীত।
টেস্ট সিরিজ শুরুর আগে মিতালি রাজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন হরমনপ্রীত কাওর। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে হরমনপ্রীতের অনুপস্থিতি প্রভাব পড়েছিল ওয়ান ডে সিরিজেও। ২-১ ব্যবধানে সিরিজ জেতে অস্ট্রেলিয়া। গোলাপি বলে দিনরাতের টেস্ট প্রথমবার খেলবেন মিতালিরা। বলের চরিত্র নিয়ে ওয়াকিবহাল নন টিমের কেউ। হরমনপ্রীতের বদলে টিমে আসতে পারেন পুনম রাউত।
গোলাপি বলে দিনরাতের টেস্ট নিয়ে আশাবাদী ভারত অধিনায়ক মিতালি। তিনি বলেন, "এই বছর প্রথমে তাঁরা ইংল্যান্ডে খেলেছেন। তারপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরকম নিয়মিত খেলা হবে মহিলা ক্রিকেট এগিয়ে যাবে।"