সত্যি হতে চলেছে জল্পনা৷ এটিকে মোহনবাগানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
একটি ইংরেজি দৈনিকের পক্ষ থেকে সৌরভকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সৌরভ এক লাইনে জানিয়েছেন, তিনি আর এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকবেন না।
সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই-এর সভাপতি। সম্প্রতি আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা লখনৌয়ের আইপিএল দল কিনেছেন৷ তাই স্বার্থের সংঘাত এড়াতেই এটিকে মোহনবাগান ছাড়ছেন সৌরভ।