সব কিছু ঠিক থাকলে টোকিও অলিম্পিক্স হত হিমা দাসের প্রথম অলিম্পিক্স। কিন্তু তা হচ্ছে না। চোটের জন্য সেই স্বপ্নভঙ্গ হয়েছে হিমার। অসমের এই তরুণ স্প্রিন্টার নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। সেখানে অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হৃদয় ভেঙ্গে যাওয়ার ইমোজিও দিয়েছেন হিমা। একইসঙ্গে অলিম্পিক্স খেলতে যাওয়া অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
নিজের টুইটারে একটি পোস্ট করে হিমা লিখেছেন, 'আমি আমার প্রথম অলিম্পিক্স মিস করতে চলেছি। চোটের জন্য এই অলিম্পিক্সে খেলতে পারব না। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে যোগ্যতা অর্জনের যখন একদম সামনে ছিলাম, তখনই আমি চোট পাই। আমি আমার কোচ, সাপোর্ট স্টাফ, দলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা সবসময় আমার পাশে ছিলেন।' এই খারাপ সময়েও হতাশায় ভেঙ্গে পড়তে নারাজ হিমা। তিনি লিখেছেন, 'আমি আবার দুর্দান্তভাবে ফিরে আসব। ২০২২ কমনওয়েলথ গেমস, ২০২২ এশিয়ান গেমস, ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই এখন থেকে পাখির চোখ করেছি।'