ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গল এবং বুধবার বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায়। মঙ্গলবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা সহ তিন জেলায় অতিভারী বৃষ্টি এবং কলকাতা সহ দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। রয়েছে বজ্রপাত ও নিচু জায়গায় জল জমার সম্ভাবনাও। বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কখনও কখনও। এছাড়াও কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় মঙ্গলবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোনও সময় প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।