মহানবমীর রাত থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলী, হাওড়ায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।
বিকেলের দিকে কলকাতার আকাশে মেঘ ঘনিয়ে আসে। হাওয়ার গতিও বাড়ে। কিন্তু তা কেটে যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে কলকাতায়। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের জেরেই নবমীর রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও দুই ২৪ পরগনায়। নিম্নচাপের জেরে ১৭ ও ১৮ অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
নবমীর দুপুরে ভারী বৃষ্টি হয়েছে বর্ধমান জেলায়। একাধিক পুজো মণ্ডপে জল ঢুকে গিয়েছে। বৃষ্টির ফলে মণ্ডপও ক্ষতিগ্রস্ত হয়েছে।