ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনী প্রচার শেষ হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের মারামারিতে। বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ভোটের দিন যাতে এমন কিছুর পুনরাবৃত্তি না হয়, তার জন্য বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিল লালবাজার।
ভোটের দিন যে সমস্ত পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন, মঙ্গলবার তাঁদের নিয়ে একটি বৈঠক হয় কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে। সেখানেই সিদ্ধান্ত হয়, ভবানীপুর কেন্দ্রের সব বুথেই হবে ওয়েবকাস্টিং। প্রতি বুথে আধাসামরিক বাহিনী থাকবে। ২৮৭টি বুথে থাকবে ৩ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বুথের বাইরে মোতায়েন থাকবে কলকাতা পুলিশ। প্রতি থানা এলাকার নিরাপত্তা দেখভালের দায়িত্বে ১ জন করে ডেপুটি কমিশনার। ভোট শেষ হওয়া পর্যন্ত ৩৮টি জায়গায় থাকবে পুলিশ পিকেটিং।