কলকাতা পুরসভা নির্বাচনে (KMC election 2021) স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে রাজ্যের অন্য পুরসভাগুলির বকেয়া নির্বাচন দ্রুত করতে বলেছে আদালত। একইসঙ্গে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি নিয়ে বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ওই শুনানি হবে বৃহস্পতিবার।
সব পুরসভায় এক সঙ্গে ভোট করানো নিয়ে বুধবার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। এই দাবি তুলেছি গেরুয়া শিবির (BJP)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার ভোটে কোনও স্থগিতাদেশ দেয়নি।আদালত জানিয়েছে, দীর্ঘদিন পুরসভায় নিরৃবাচন হয়নি। তাই নির্বাচন দ্রুত করা উচিত। নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আদালত রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের উপর ভরসা রাখছে।
BJP: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা বিজেপির, শুনানি আজ
একইসঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যের বাকি থাকা পুরসভাগুলিতে দ্রুত ভোট করানো উচিত কমিশনের। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর।