করোনা রোগীর চাপ নেই, বন্ধ হচ্ছে বাঁকুড়া জেলার একমাত্র কোভিড হাসপাতাল ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল। রূপান্তরিত হচ্ছে সাধারণ হাসপাতালে।
শুধু বাঁকুড়া জেলা নয় পুরুলিয়া,,মেদিনীপুর, বর্ধমান জেলার করোনা আক্রান্ত্রা দীর্ঘদিন ধরে নির্ভর করেছিলেন এই হাসপাতালের ওপর । আপাতত জেলা স্বাস্থ্য ও জেলা প্রশাসনের নির্দেশে এই হাসপাতালে কোভিড রোগী ভর্তি বন্ধ হচ্ছে। হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসে সাধারন বিভিন্ন বিভাগের ইনডোর আউটডোর পরিষেবা চালু হচ্ছে।
১ এপ্রিল ২০২০ থেকে, ১৮ মাসেরও অধিক সময় ধরে এই হাসপাতালের চিকিৎসক, নার্স,কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে গেছেন। হাসপাতাল সুত্রে জানা গেছে এই হাসপাতালে দীর্ঘ অতিমারী পর্বে ৫ হাজারের বেশী করোনা রোগীর চিকিৎসা হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে আগামী ২০ ডিসেম্বর থেকে করোনা রোগী ভর্তি বন্ধ হচ্ছে হাসপাতালে। তবে আগামী দিনে কোভিড পরিস্থিতি জটিল হলে রোগীর চাপ বাড়লে ৩ দিনের মধ্যে এই হাসপাতাল ফের কোভিড হাসপাতালে পরিণত করা হবে।