বলিউড সুপারস্টার ঋত্ত্বিক রোশন আরও একবার আরিয়ান খানের পাশে দাঁড়ালেন। ইনস্টাগ্রামে ঋত্ত্বিক সুপ্রিম কোর্টের এক আইনজীবীর সঙ্গে সাংবাদিক ফায়ে ডি'সুজার সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করে লেখেন "যদি এটাই ঘটে, তাহলে সত্যি তা বেদনাদায়ক।"
সেই ভিডিওয়ের অংশটিতে আইনজীবী দুষ্মন্ত দাভে উল্লেখ করেছেন আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্টের কাছে পাওয়া মাদকের চেয়ে অনেক বেশি পরিমাণে মাদক পেলেও আগের মামলাগুলোতে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে।
আগেই ঋত্ত্বিক আরিয়ানকে টুইটারে এক আবেগমোথিত খোলা চিঠি লিখেছিলেন। যে চিঠিতে তিনি আরিয়ানকে প্রবলভাবে মানসিক শক্তি যুগিয়েছেন। এই অবস্থায় শান্ত থাকতেও পরামর্শ দেন।
ঋত্বিক রোশনকে শেষ দেখা গেছে অ্যাকশনে ভরপুর এক ছবিতে। যদিও বর্তমানে তিনি 'বিক্রম বেদা' নামক এক তামিল ছবির রিমেকে ব্যস্ত রয়েছেন। এই ছবিতেই তামিলে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা আর মাধবন এবং বিক্রম সেঠূ্পতি।