জালে পড়ল একটি অতিকায় মাছ! তাকে দেখতে আসা দর্শনার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে মৎস দফতর।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সোনারগাঁ থেকে ৫ জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলে সুন্দরবনের কপুরা নদীর ১৩ বাকির কাছে। জাল পেতেছিলেন সেখানেই। ৭৮ কেজি ৪০০ গ্রামের ভোলা মাছ ধরেন তাঁরা। আর সেই অতিকায় মাছ ক্যানিং মৎস আড়তে আসতেই চক্ষু চড়কগাছ।
Special train timetable: হাওড়ার বদলে এবার শালিমার স্টেশন থেকে ছাড়বে এই ৮টি স্পেশাল ট্রেন
মাছ দেখতে হাজির হন প্রচুর মানুষ। ভিড় সামলাতে হিমশিম খান মৎস আড়তের ব্যবসায়ীরা। অবশেষে ক্যানিং থানার প্রশাসনকে ভিড় সামলাতে অনুরোধ করেন তাঁরা। নিলাম হয় মাছটির। ৩৭ লক্ষ ৫৩ হাজার টাকায় সেটি বিক্রি হয়েছে।
ক্যানিং