সোমবার ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) 'বীর চক্র' (Vir Chakra) সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে ভূপতিত করানোর জন্য এই স্বীকৃতি পেলেন অভিনন্দন।
আকাশপথে যুদ্ধ চলার সময় ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ু সেনার (indian Air Force) মিগ-২১ বাইসন জেটকে ধ্বংস করার পর তার চালক ৩৮ বছর বয়সী অভিনন্দনকে আটক করেছিল পাকিস্তান।
সেই সময় তিনি ছিলেন ভারতীয় বায়ু সেনার উইং কম্যান্ডার।
তাঁর বিমানটি ধ্বংস হওয়ার আগে অভিনন্দন পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে ভূপতিত করেছিলেন। প্রায় ৬০ ঘণ্টা বন্দি অবস্থায় থাকার পর তিন দিন বাদে ১ মার্চ অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান।
প্রসঙ্গত, পুলওয়ামা হামলায় (Pulwama Attack) ৪০ জন সিআরপিএফ জওয়ান 'শহিদ' হয়ে যাওয়ার পর ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি এয়ার স্ট্রাইক (Air Strike) করে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জৈশ-ই-মহম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ু সেনা।