মাঠে গিয়েই দেখা যাবে T20 বিশ্বকাপ। শুরু হয়ে গেল টিকিট বিক্রি। ৪৫টি ম্যাচেই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। রবিবার একথা জানিয়েছে আইসিসি।
অতিমারীর পর প্রথমবার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। প্রত্যেক ম্যাচে ৭০ শতাংশ দর্শকাসনের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক স্টেডিয়ামে কোভিড বিধি মেনেই বসানো হবে দর্শকদের। আইসিসির সঙ্গে এর তত্ত্বাবধানে আছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও।
এই বছর দুবাইয়ে হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আয়োজক দেশ ভারত ও এমিরেটস ক্রিকেট বোর্ড। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।