বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সংক্রান্ত বিতর্কের জেরে নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি। এখন থেকে ম্যাচ জিতলে ১২ পয়েন্ট পাওয়া যাবে। ম্যাচ যদি টাই হয়, তাহলে ৬ পয়েন্ট করে পাবে দুই দল। ড্র হলে প্রতিটি দল পাবে ৪ পয়েন্ট করে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই নিয়ে আইসিসির সমালোচনা করেছিল। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ জিতলে পাওয়া যেত ১২০ পয়েন্ট। কিন্তু সেই সিরিজকে টেস্ট ম্যাচের সংখ্যা দিয়ে বিচার করা হত না। ২ টেস্টের সিরিজ জিতলে যা পয়েন্ট মিলত, ৫ টেস্টের সিরিজেও তাই।
ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যা ৫ টেস্টের সিরিজ। এই বছরই রয়েছে অ্যাসেজ সিরিজও। তাও পাঁচ টেস্টের সিরিজ। এই বছর ভারত খেলবে ১৯টা, অস্ট্রেলিয়া ১৮টা, দক্ষিণ আফ্রিকা ১৫টা, ইংল্যান্ড ১২টা। প্রথম বিশ্বসেরা টিম নিউজিল্যান্ড খেলবে ১৩টা টেস্ট। তার পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে।