৩ বা ৪ দিন নয়। মাত্র ২ ঘণ্টাতেই শনাক্ত করা যাবে করোনাভাইরাসের (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে (Omicron)। এমনই কিট তৈরি করে ফেলেছে ICMR।
ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই ভাল খবর শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিব্রুগড় শাখা। মাত্র দুই ঘণ্টায় মধ্যেই এই ভাইরাসের অস্তিত্ব আছে কি না তা জানিয়ে দেবে তাদের তৈরি কিট।
এই কিট তৈরির খবর এমন একটা সময়ে সামনে এল যখন দেশের বিভিন্ন রাজ্যে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। এই মুহূর্তে দেশে ৩৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। কাজেই নতুন ভ্যারিয়েন্ট শরীরে দানা বেঁধেছে কি না জানার জন্য খুব দ্রুত ফলাফল দেবে এমন কোনও টেস্ট কিটের প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। কারণ, এই মুহূর্তে বাজারে যে সব কিট রয়েছে, তাতে ওমিক্রনের অস্তিত্বের খোঁজমপেতে দিন চারেক সময় লাগে।
৩ বা ৪ দিন নয়। মাত্র ২ ঘণ্টাতেই শনাক্ত করা যাবে করোনাভাইরাসের (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে (Omicron)। এমনই কিট তৈরি করে ফেলেছে ICMR।
ওমিক্রন নিয়ে আতঙ্কের মধ্যেই ভাল খবর শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিব্রুগড় শাখা। মাত্র দুই ঘণ্টায় মধ্যেই এই ভাইরাসের অস্তিত্ব আছে কি না তা জানিয়ে দেবে তাদের তৈরি কিট।
Covid in Bengal: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৬১০ জন, মৃত্যু হয়েছে ১০ জনের
এই কিট তৈরির খবর এমন একটা সময়ে সামনে এল যখন দেশের বিভিন্ন রাজ্যে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। এই মুহূর্তে দেশে ৩৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। কারণ, এই মুহূর্তে বাজারে যে সব কিট রয়েছে, তাতে ওমিক্রনের অস্তিত্বের খোঁজ পেতে দিন চারেক সময় লাগে।