বয়স চল্লিশ ছোঁয়নি, কিন্তু ওজন স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশী? করোনা আবহে তাহলে এখন থেকেই সতর্ক হোন। কোভিডের বিষদাঁতের কামড় আপনার ক্ষেত্রে ভঙ্কর হয়ে উঠতে পারে।গবেষকদের সাম্প্রতিক রিপোর্টেই উঠে আসছে এই আশঙ্কার পরিসংখ্যান।চিকিৎসকরা বলছেন, অনূর্ধ্ব চল্লিশ যাদের বয়স, তাদের দেহের ওজন স্বাভাবিকের চেয়ে যত বেশী হবে ততই জোরালো হবে সংক্রমণের সম্ভাবনা। গবেষকরা বলছেন বিএমআই বা বডি মাস ইনডেক্স এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।একজন প্রাপ্তবয়স্কের তরুণের ক্ষেত্রে বিএমআই উর্দ্ধসীমা ২৩। এরবেশি হওয়া মানেই বিপদ। চিকিৎসকরা বলছেন বিএমআই ২৩ এর বাউন্ডারি পেরনো মানেই হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনাও কয়েকগুন বেড়ে যাওয়া। ওবেসেটির সমস্যা থাকলে একজন করোনা রোগীর ক্ষেত্রে তা কতটা ঝুঁকিপূর্ণ শুনে নেওয়া যাক চিকিৎসকর অরিত্র খানের মুখে।
বাইট
অরিত্র খান
মেদবহুল শরীর, ওবেসিটির সমস্যা থাকলে কী সতর্কতা নেওয়া উচিত জানিয়েছেন, চিকিৎসক অরিত্র খান
বাইট
ব্যস্ত সময়। খাবারের মেনুতেও ঘটে গেছে নিঃশব্দ বিপ্লব। জাঙ্ক ফুডের দৌলতে ওবেসিটির সমস্যা এখন ঘরে ঘরে। এই পরিস্থিতিতে শরীরকে নীরোগ ও নির্মেদ রাখতে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা