করোনা মোকাবিলায় আরও কঠিন হতে হবে। এমনটাই পরামর্শ ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। কোভিডের দ্বিতীয় ঝড় সামাল দিতে না পারার কারণ হিসাবে ‘আইএমএ’-র মত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ‘অত্যন্ত অলস’ হয়ে পড়েছে এবং সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ পদক্ষেেপই ভুল নেওয়া হয়েছে।প্রেস বিবৃতি প্রকাশ করে ‘আইএমএ’ জানিয়েছে, গোটা দেশে কড়া লকডাউন ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে ক্রমাগত আর্জি জানিয়েছে সংস্থা। তাদের বক্তব্য, অন্তত ১০-১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করে দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজা যেতে পারে। সম্প্রতি বেশ কিছু রাজ্য সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ‘নাইট কার্ফু’ জারি করেছে। আইএমএ জানিয়েছে, তাতে সংক্রমণের হার কম হওয়ার কোনও সম্ভাবনা নেই।