সিরিজেই প্রথম ম্যাচেই হার। অস্ট্রেলিয়া সিরিজে মিতালি রাজের নেতৃত্বে নেমেছিল ভারতীয় মহিলা দল। টিমে ছিলেন না হরমনপ্রীত কাউর। ভারতকে নয় উইকেটে হারিয়ে টানা ২৫টি ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।
আজ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। স্কোরবোর্ডে আট উইকেটে হারিয়ে ২২৫ রান তোলে মিতালি ব্রিগেড। অধিনায়কের ব্যাট থেকে হাফসেঞ্চুরি আসলেও আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। ওপেনার স্মৃতি মান্ধানা ১৬ ও শেফালি ভার্মা ৮ রানে ফিরে যান। রিচা ঘোষ ও ঝুলন গোস্বামী শেষের দিকে ৪৫ রানের পার্টনারশিপ না করতে পারলে ২০০ রানের গণ্ডিও পেরোতে পারত না টিম। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য় অন্তত ২৫০ রান লাগে। তত রান ওঠেনি স্কোরবোর্ডে।
অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউন চার উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে নেমে ৪১ ওভারে এক উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
আজ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। স্কোরবোর্ডে আট উইকেটে হারিয়ে ২২৫ রান তোলে মিতালি ব্রিগেড। অধিনায়কের ব্যাট থেকে হাফসেঞ্চুরি আসলেও আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। ওপেনার স্মৃতি মান্ধানা ১৬ ও শেফালি ভার্মা ৮ রানে ফিরে যান। রিচা ঘোষ ও ঝুলন গোস্বামী শেষের দিকে ৪৫ রানের পার্টনারশিপ না করতে পারলে ২০০ রানের গণ্ডিও পেরোতে পারত না টিম। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য় অন্তত ২৫০ রান লাগে। তত রান ওঠেনি স্কোরবোর্ডে।
অস্ট্রেলিয়ান পেসার ডার্সি ব্রাউন চার উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে নেমে ৪১ ওভারে এক উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।