কনুইয়ের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। সেই সঙ্গেই প্রশ্ন উঠে গেল, ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি খেলতে পারবেন কেন?
১৮ জুন থেকে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। তার আগে কেনের চোট নিয়ে উদ্বেগ কিউয়ি শিবিরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না কেন উইলিয়ামসনকে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মরিয়া তিনি। মহাগুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন সেই কারণেই কোনও ঝুঁকি না দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে।