রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। শেষ বলে জয়ের জন্য অজিদের দরকার ছিল দু'রান। ঝুলন গোস্বামীর ফুলটস বলে ব্যাট চালিয়ে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন নিকোলা ক্যারি। ভারতীয় শিবির তখন উৎসবে মাতোয়ারা। ২ রানে জয় এসেছে। ভেঙে গিয়েছে অস্ট্রেলিয়ার টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড। মাঠে টিম হাডল করে তখন নাচতে শুরু করে দিয়েছেন ঝুলন গোস্বামী-রিচা ঘোষ-মিতালি রাজরা।
Anil Kumble: শাস্ত্রীর পরে Team India-র কোচ হচ্ছেন কুম্বলে?
কিন্তু তারপরপই এল চমক। রিপ্লে দেখে আম্পায়ার জানালেন, বলটি নো বল। অতিরিক্ত উচ্চতায় বল করেছেন ঝুলন। সঙ্গে সঙ্গে ভারতীয় শিবিরে নেমে এল পিনপতনের স্তব্ধতা।