রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষায় কানপুর টেস্ট (Kanpur Test)। শেষ তথা পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের জয়ের জন্য (Team India) চাই ৯ উইকেট। নিউজিল্যান্ডের (New Zeeland) দরকার আরও ২৮০ রান।
চতুর্থ দিনের শেষ লগ্নে ইনিংস ডিক্লেয়ার করে কিউয়িদের ব্যাট করতে পাঠায় ভারত। ঘূর্ণি পিচে একটি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের শেষে ১ উইকেটে ৪ রান তুলেছে নিউজিল্যান্ড।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট (India v NZ) জিততে হলে নিউজিল্যান্ডকে সোমবার ২৮০ রান করতে হবে। অন্যদিকে, ভারতের লক্ষ্য থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব সোমবার সকালেই নিউজিল্যান্ডের একাধিক উইকেট তুলে নেওয়া। এই পরিস্থিতিতে ভারতকে স্বস্তি দেবে একটি পরিসংখ্যান। ১৯৮৭ সালের পর থেকে টেস্ট ক্রিকেটে ভারত কখনও ২৭৫-এর বেশি রানের লিড নিয়ে দেশের মাটিতে কোনও ম্যাচ হারেনি।