টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে আর্জেন্তিনার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল ভারত। ভারতের হয়ে গোলগুলি করলেন বরুণ কুমার, বিবেক সাগর প্রসাদ ও হরমনপ্রীত সিং।
এই জয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থান কার্যত নিশ্চিত করে ফেলল ভারত৷ পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে৷ শেষ আটের লড়াই জিতলে বহুদিন পরে অলিম্পিক হকিতে পদক জয়ের স্বপ্ন দেখবে ভারতীয় হকি দল।
বৃহস্পতিবার আর্জেন্টিনার বিরুদ্ধে দাপটে খেলা শুরু করে ভারত। প্রথমে গোলও পেয়ে যায়। কিন্তু পাল্টা আক্রমণে উঠে এসে গোল শোধ করে দেয় আর্জেন্টিনা। এরপর আক্রমণাত্মক হকি খেলতে শুরু করে ভারত। খেলার শেষের দিকে পর পর দু'টি গোল করে নক-আউট পর্বে জায়গা নিশ্চিত করে নেন ভারতীয়রা।